Breaking News

পুতিনকে থামানো না গেলে কেউ নিরাপদ নয় : ইউক্রেনের ফার্স্ট লেডি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যদি না থামানো যায় তাহলে বিশ্বের কোনো স্থানই আমাদের জন্য নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা। বিবিসি’র এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

এছাড়া ইউক্রেনে হামলা চালানো রুশ বাহিনী ‘গণহারে’ বেসামরিক মানুষকে হত্যা করছে বলে এক খোলা চিঠিতে অভিযোগ করেছেন তিনি। রুশ বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলায় চিঠিতে দেশবাসীকে স্বাগত জানিয়েছেন ওলেনা জেলেনস্কা।সেই সঙ্গে রাশিয়ার আগ্রাসনকে ‘ভয়াবহ বাস্তবতা’ হিসেবে বর্ণনা করেছেন।

আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশে ওলেনা জেলেনস্কা বলেছেন, ‘যে পুতিন পারমাণবিক যুদ্ধ শুরুর  হুমকি দিয়েছেন, সেই পুতিনকে যদি আমরা না থামাতে পারি তাহলে এই পথিবীতে কারো জন্যই নিরাপদ জায়গা বলতে কিছু থাকবে না। ‘ এসময় তিনি আরও বলেন, আমরা জিতব। কারণ, আমাদের একতা রয়েছে, দেশের প্রতি ভালোবাসা রয়েছে।

About A.K. M. Uzzal Khan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *