৭ গোলে শেষ আটে বায়ার্ন
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে অস্ট্রিয়ান ক্লাব রেড বুল স্যালজবার্গের সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করে বিপদেই ছিল বায়ার্ন মিউনিখ। তবে দ্বিতীয় লেগে নিজেদের মাঠে প্রতিপক্ষকে পাত্তাই দিল না ব্যভারিয়ানরা। মঙ্গলবার অ্যালাইঞ্জ অ্যারিনায় বায়ার্ন মিউনিখ ৭-১ গোলে হারিয়েছে রেড বুল স্যালজবার্গকে। বায়ার্নের পক্ষে হ্যাটট্রিক করেছেন পোলিশ তারকা রবার্ট লেবানডস্কি।চ্যাম্পিয়ন্স লিগে চলতি মৌসুমে ১২ গোল করে শীর্ষে আছেন তিনি। সবমিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ১০৪ ম্যাচে ৮৫ গোল করলেন তিনি।
মঙ্গলবার বায়ার্নের পক্ষে একটি করে গোল করেন সার্গি জিনাবরি, থমাস মুলার ও লেরয় সানে। দুই লেগ মিলিয়ে ৮-২ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল বায়ার্ন মিউনিখ।