Breaking News

হলিউডে আলিয়ার অভিষেক

সঞ্জয় লীলা বানশালির ছবিতে প্রথমবারের মতো কাজ করেই সাফল্য পেয়েছেন আলিয়া ভাট। ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ছবিটিতে তার অভিনয় যেমন প্রশংসিত হয়েছে, তেমনি ছবিও বক্স অফিসে ব্যবসাসফল। এবার ভক্তদের নতুন খবর দিলেন আলিয়া। হলিউডের ছবিতে দেখা যাবে তাকে।

নেটফ্লিক্সের স্পাই থ্রিলার ছবিটির নাম ‌‘হার্ট অব স্টোন’। ছবিটি পরিচালনা করছেন টম হারপার। ছবিতে আলিয়ার সঙ্গে আরও দেখা যাবে জনপ্রিয় অভিনয়শিল্পী গ্যাল গ্যাডট ও জেমি ডরনানকে।

সম্প্রতি করণ জোহরের ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ ছবির দিল্লি অংশের শুটিং শেষ করেছেন আলিয়া।এ ছবিতে আরও অভিনয় করেছেন রণবীর সিং, ধর্মেন্দ্র, শাবানা আজমি ও জয়া বচ্চন।

About A.K. M. Uzzal Khan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *