Breaking News

শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন সাইমন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে এখন দায়িত্ব পালন করবেন নায়ক সায়মন সাদিক।

আজ সোমবার এফডিসিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন  এ কথা জানান শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যেহেতু সাধারণ সম্পাদক পদে আদালতের স্থিতাবস্থা রয়েছে, তাই এ পদের যে কার্যক্রম তা চালিয়ে নেবেন সাইমন সাদিক। তিনি আমাদের নির্বাচিত সহ-সাধারণ সম্পাদক।সংবিধান অনুযায়ীই সাধারণ সম্পাদকের অবর্তমানে সাইমন ভারপ্রাপ্ত হিসেবে কাজ করবেন। ’

সম্মেলনে ইলিয়াস কাঞ্চন বলেন, ‌‘জায়েদ খান কোর্টের ‘ভুয়া কাগজ’ দেখিয়ে শপথগ্রহণ করেছেন। তিনি আমাকে ধোঁকা দিয়েছেন। মিডিয়ার সঙ্গেও ছলনা করেছেন।তাই তার শপথগ্রহণ আমি অবৈধ ঘোষণা করলাম। ’

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি বলেন, ‘শপথের দিন সমিতির নিয়ম অনুযায়ী কমিটির সাতজন সদস্যের উপস্থিতিতে কোরাম হয়, কিন্তু জায়েদ খানের শপথ বাতিল হওয়ায় ওইদিনের কোরাম অপূর্ণ থেকে গেলো। তাই ওই মিটিংও বাতিল হয়ে গেছে। ’

উল্লেখ্য, গত শুক্রবার হাইকোর্টের আদেশের একটি কাগজ দেখিয়ে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে শপথ নেন জায়েদ খান।তাকে শপথ পড়ান সভাপতি ইলিয়াস কাঞ্চন। তখন সাংবাদিকদের সামনেও কোর্টের ওই কাগজটি হাত উচিয়ে দেখান জায়েদ খান।

এরপর নিপুণ আক্তারের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি নিয়ে চেম্বার জজ আদালত শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদটিতে নিষেধাজ্ঞা দিয়েছেন। ফলে নিপুণ ও জায়েদের কেউই এই পদে দায়িত্ব পালন করবেন না। আগামী ৪ এপ্রিল এই মামলার রায়ের শুনানির দিন ধার্য করা হয়েছে।

About A.K. M. Uzzal Khan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *