ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এবার মুখ খুললেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা করেছে। আজ বুধবার তিনি এ কথা বলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।
এর আগে, মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়া থেকে তেল, প্রাকৃতিক গ্যাস ও কয়লা আমদানি নিষিদ্ধ করার ঘোষণা দেন।তারই প্রতিক্রিয়ায় এক সংবাদ সম্মেলনে দিমিত্রি বললেন, রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিঃসন্দেহে একটি অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করেছে। তারা এই যুদ্ধ চালাচ্ছে এবং এটিই এখন সত্য।
এসময় তাকে প্রশ্ন করা হয়- এই অর্থনৈতিক পরিবেশে টিকে থাকতে রাশিয়া এখন কী করবে? উত্তরে ক্রেমলিনের মুখপাত্র বলেন, তাদের অর্থনৈতিক যুদ্ধের বিপক্ষে আমাদের স্বার্থের জন্য যা সবচেয়ে ভালো তাই করা হবে।