তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট কিছু অসাধু ব্যবসায়ী মিলে পরিস্থিতির সুযোগ নিচ্ছে। বিএনপি সংশ্লিষ্ট ব্যবসায়ীরা দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে জড়িত। সরকার এই বিষয়ে সজাগ রয়েছে।
বুধবার (৯ মার্চ) সাংগঠনিক সফরে এসে বেলা আড়াইটায় ঠাকুরগাঁও জেলা পরিষদ হলরুমে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।