Breaking News

গাজীপুরে ১৮৪ জন রোগীকে আর্থিক সহায়তার চেক বিতরণ

গাজীপুরে কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত গরীব রোগীদের মাঝে চিকিৎসা অনুদানের চেক বিতরণ করা হয়েছে।  

বুধবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় নাট মন্দির প্রাঙ্গনে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক বিতরণ করেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান। উপস্থিত ছিলেন গাজীপুর সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এস এম আনোয়ারুল করিম।পরে গবীর রোগীদের মধ্যে ক্যান্সার আক্রান্ত ৮৩, কিডনী রোগী ৫০, লিভার সিরোসিস ২, স্ট্রোকে প্যারালাইজড ২৭, জন্মগত হৃদরোগী ৮, থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৭ এবং মৃত্যর পরিবর্তে প্রতিস্থাপন ৭টিসহ মোট ১৮৪ জন রোগীদের মাঝে জনপ্রতি ৫০ হাজার  টাকা করে মোট ৯২ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।  

About A.K. M. Uzzal Khan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *