Breaking News

কোনালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাতিল চেয়ে হাইকোর্টে রিট

বীর ছবির “তুমি আমার জীবন আমি তোমার জীবন” শিরোনামে গাওয়া গানে কণ্ঠ দিয়ে সংগীতশিল্পী কোনালের পাওয়া জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাতিলের জন্য হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। আজ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য শেখ শামীমের পক্ষে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট খান জিয়াউর রহমান।

রিটে তথ্য মন্ত্রণালয় ও জুড়ি বোর্ডসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। ‘বীর’ সিনেমার ‘ভালোবাসার মানুষ তুমি’ গানের জন্য সোমনূর মুনির কোনাল পেয়েছেন ২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার।এটি ১৯৮৯ সালে মুক্তি পাওয়া ‘অবুঝ হৃদয়’ সিনেমার তুমি আমার জীবন, আমি তোমার জীবন…গান।

সরকারি প্রজ্ঞাপনে গানের নাম ‘ভালোবাসার মানুষ’ থাকলেও শাকিব খানের এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলে গানটি তুমি আমার জীবন নামেই প্রকাশ হয়েছে। পুরোনো গানের আস্থায়ীর দুই লাইন নিয়ে নতুন গানটির কথা লিখেছেন গীতিকার কবীর বকুল। তুমি আমার জীবন গানের গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ছিলেন বাংলাদেশের অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা আহমেদ ইমতিয়াজ বুলবুল।

About A.K. M. Uzzal Khan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *