শত্রুঘ্ন-কন্যা সোনাক্ষী সিনহার বিরুদ্ধে লাখ লাখ রুপির প্রতারণার অভিযোগে জামিন-অযোগ্য ধারায় রবিবার গ্রেফতারি পরোয়ানা জারি করার কথা শোনা গিয়েছিল। বিতর্ক যখন তুঙ্গে, তখন এ প্রসঙ্গে আজ মঙ্গলবার শেষমেশ মুখ খুললেন সোনাক্ষী সিনহা। বললেন, “ আমার বিরুদ্ধে কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট নেই, গুজবে কান দেবেন না। ’
রবিবার খবর মেলে, দিল্লিতে এক ফ্যাশন অনুষ্ঠানে যোগ দেবেন বলেই অর্গানাইজার প্রমোদ শর্মার থেকে রুপি নিয়েছিলেন সোনাক্ষী সিনহা।অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল তাকে। চুক্তিপত্রে সই করার পরও সেই অনুষ্ঠানে উপস্থিত হননি অভিনেত্রী। এরপর, স্বাভাবিকভাবেই সংশ্লিষ্ট অর্গানাইজারদের তরফ থেকে রুপি ফেরত চাওয়া হয়।